গরিবের ওপর বড় ট্যাক্স পড়ছে না: এনবিআর চেয়ারম্যান

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 19:33:14

চলমান করপোরেট ট্যাক্স ব্যবস্থার কারণে গরিব মানুষদের ওপর বড় ট্যাক্স পড়ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

সোমবার (১৫ এপ্রিল) এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি এ কথা জানান। এ আলোচনায় ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধিরা অংশ নেয়।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, 'প্রগ্রেসিভ করপোরেট করের রেট সব দেশে জনপ্রিয়। এটাকে বাদ দেওয়া যাবে না। অন্যান্য দেশের উদাহরণ টেনে অনেকে বলেন, করপোরেট ট্যাক্স ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ কিংবা তার চেয়ে কমাতে। তা ঠিক নয়। কারণ আমরা দেখেছি ঐসব দেশেও করেপোরেট ট্যাক্সের হার বেশি। বর্তমান করপোরেট ট্যাক্সের কারণে গরিবের ওপর বড় ট্যাক্স পড়ছে না।'

তিনি বলেন, 'করপরোটে করের হার কমালে আমাদের রাজস্ব ঘাটতি বাড়বে, সেই বিষয়টি সবার মাথায় রাখতে হবে। কারণ দেশের জাতীয় বাজেটের আকার দিন দিন বড় হচ্ছে। সেই অনুসারে আমাদের রাজস্ব যাতে বাড়ে সেই অনুযায়ী কাজ করতে হবে।'

ব্যক্তি কর মুক্ত সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখের ওপরে করার দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, 'আয়করমুক্ত সীমা বাড়াবো না, আমরা এটা বলছি না, তবে এতে আমাদের রাজস্ব আদায় কমে আসবে। রাজস্ব কমবে এমন কোন কাজ করা যাবে না। তবে আয়করের আওতা বাড়ানো গেলে আপনাদের দাবি রাখা যেতে পারে। তবে আমরা কাজ করছি, কিভাবে আপনাদের দাবি রাখা যায়। সেই জন্য আমরা আয়করের আওতা বাড়াতে চাচ্ছি। আশা করছি, এটা বাড়ানো গেলে আপনাদের দাবি পূরণ করা যাবে।'

রাজস্ব আদায়ই প্রধান লক্ষ নয় বিনিয়োগ বাড়াতে পলিসি তৈরি করছে এনিবআর, উল্লেখ করে তিনি বলেন, 'এনবিআরের পলিসি নিয়ে আপনারা আলোচনা করেছেন। আপনাদের জন্য বলছি, আমরা আপনাদের সব সময় অনেক সুযোগ সুবিধা দিয়ে আসছি। আমাদের পলিসির কারণে আজ গার্মেন্টস রফতানিতে এতো বৃদ্ধি পেয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর