সূচক ও লেনদেন কমলেও মূলধন বেড়েছে ১৩‘শ কোটি টাকা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:23:16

মার্চের প্রথম সপ্তাহের মতই দ্বিতীয় সপ্তাহে মোট পাঁচ কার্যদিবস দেশের দুই পুঁজিবাজারে লেনদেন হয়েছে। আলোচিত এ সপ্তাহে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

তবে ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো, ব্রাক ব্যাংক, ডার্চ বাংলা ব্যাংক, স্কয়ার ফার্মা এবং সিঙ্গার বিডিসহ বেশিকিছু বড় বড় কোম্পোনির শেয়ারের দাম বাড়ায় বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩৮১ কোটি ৭০ লাখ ১০ হাজার টাকা।

দুই পুঁজিবাজারের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৬৩৬ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৬৩ টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূলধন বেড়েছে ৭ হাজার ১৮০ কোটি ৬০ লাখ টাকা।

তবে আগের সপ্তাহে ডিএসইতে কমেছে ২ হাজার ৫০ কোটি ৯০ লাখ ৩৭২ টাকা। সিএইতে মূলধন কমেছিল ২ হাজার ২৫০ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) দুই পুঁজিবাজারের মধ্যে ডিএসইতে তিন সূচক বেড়েছে। আর সূচক কমেছে দু’দিন। তবে অপরদিকে সিএসইতে সূচক কমেছে চারদিন, আর বেড়েছে একদিন।

ডিএসই সূত্র মতে, মার্চ মাসের প্রথম সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৮৮৪ কোটি ১১ লাখ ১৪ হাজার ৮৯৭ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৯৭৯ কোটি ৯২ লাখ ৬৬ হাজার ২০ টাকার। যা শতাংশের হিসেবে কমেছে ৩ দশমিক ২২ শতাংশ।

যার দৈনিক লেনদেনের গড়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭৬ কোটি ৮২ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক লেনেদেন হয়েছিল ৫৯৫ কোটি ৯৮ লাখ টাকা। অর্থাৎ দিন লেনদেন কমেছে প্রায় ২০ কোটি টাকা।

গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ২৬২টির; আর অপরিবর্তিত রয়েছে ১৮ কোম্পানির শেয়ার।

বেশির ভাগ কোম্পানির শোয়ারের দাম কমায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৫৩ পয়েন্টে।

একই অবস্থায় লেনদেন হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বিদায়ী সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৭৩ লাখ ৮০ হাজার ৪৩১ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ৩৫৪ টাকা।

এ সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ২৩০টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে আগের সপ্তাহের চেয়ে ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৫১ পয়েন্টে।

এ সম্পর্কিত আরও খবর