ফসল বিমা নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

বিবিধ, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 03:10:16

ফসল বিমা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের আন্তর্জাতিক সেমিনার। ‘ট্রান্সমিটিং গ্লোবাল নলেজ ফর প্রোমোটিং ক্রপ ইন্সুরেন্স ইন বাংলাদেশ’ শিরোনামে গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এর আয়োজন করে প্রফেশনাল অ্যাডভান্সমেন্ট বাংলাদেশ লিমিটেড (পিএবিএল)।

দুই দিনের এই অনুষ্ঠানে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের ফসল বিমার বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে বক্তব্য দেন। গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের সহযোগিতায় ইন্সুরেন্স ফাউন্ডেশন অব ইন্ডিয়া (আইএফআই) -এর সাথে যৌথভাবে এর আয়োজন করে পিএবিএল।

গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের এমডি ও সিইও ফারাজানা চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি অব বাংলাদেশ (আইডিআরবি) -এর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি। বিএফপি-বি -এর টিম লিডার ফয়সাল হুসেইন ছিলেন বিশেষ অতিথি।

অনুষ্ঠানে গ্রিন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা এমডি নাসির এ চৌধুরী, ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি অব বাংলাদেশ (আইডিআরবি) -এর সদস্য গোকুল চাঁন্দ দাস প্রমুখ বাংলাদেশে কৃষি বিমা নিয়ে আলোচনা করেন।

এ সম্পর্কিত আরও খবর