দশ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা দেবে এনবিআর

বিবিধ, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:15:59

রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী সেরা দশ প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মেলায় ভ্যাট প্রধানকারীদের মধ্য থেকে সেরা ভ্যাট দাতা ১০ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করবে এনবিআর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানগুলোর কাছে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

কাস্টমসের (এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন।

এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর