আবারো কার্বোনেটেড পানীয় চালু করছে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 20:54:59

 

আবারো কার্বোনেটেড পানীয় উৎপাদন শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডের পরিচালনা পর্ষদ। এ কারণে কোম্পানিটি রোড শো করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ২০ ফেব্রুয়ারি থেকে ঢাকা-কক্সবাজারের উদ্দেশে রোড শো শুরু করবে। যা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি মাসে প্রায় ৪৮ হাজার ক্যারেট পানীয় উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ছয় মাসে ফু-ওয়াং ফুডের শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৪ পয়সা। আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর-২০১৮) কোম্পানির ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২০ পয়সা। এ সময়ে কোম্পানির নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৩ পয়সা।

এ সম্পর্কিত আরও খবর