আয়ারল্যান্ডে সহযোগী কোম্পানি স্থাপন করবে রেনেটা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 16:46:29

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটার পরিচালনা পর্ষদ আয়ারল্যান্ডে রেনেটা (আয়ারল্যান্ড) লিমিটেড নামে একটি সহযোগী কোম্পানি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ইউরোপিয়ান নিয়ন্ত্রক সংস্থা সহযোগী কোম্পানি স্থাপনের অনুমোদন দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউরোপিয়ান পার্লামেন্ট অ্যান্ড দ্য কাউন্সিল আয়ারল্যান্ডে রেনেটার পণ্য রফতানির সকল প্রয়োজনীয়তা পূরণ করেছে। আর রেনেটা (আয়ারল্যান্ড) লিমিটেড কোম্পানির নাম অনুমোদন করেছে। এর আগে যুক্তরাজ্যে সহযোগী কোম্পানি স্থাপনের অনুমোদন পায় রেনেটা। রেনেটা যুক্তরাজ্যের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট এজেন্সি (এমএইচআরএ) কর্তৃক দুইটি ওষুধ বিক্রির অনুমোদন পেয়েছে। ওষুধ দুইটি হলো: হাইড্রোকার্টিসন ১০ মিলিগ্রাম এবং ২০ মিলিগ্রাম ট্যাবলেট ও কোলসিসা্ইন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেট।

প্রসঙ্গত, বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ৮০ কোটি ৫৩ লাখ টাকা। বর্তমানে পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার আছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৬৭৫টি।

এ সম্পর্কিত আরও খবর