পুঁজিবাজারে মিশ্র প্রবণতা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 05:39:02

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকগুলোতে মিশ্র প্রবণতায় চলছে এদিনের কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট। তবে সিএসসিএক্স বেড়েছে ৩ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরুতেই বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২০ পয়েন্ট। তবে এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১০ পয়েন্ট বাড়ে। তবে বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৭৫৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ফরচুনা সু, ইউনাইটেড পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, অলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সোনারবাংলা ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, অগ্রণী ইনস্যুরেন্স, এশিয়া ইনস্যুরেন্স এবং নূরানি।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৬৪৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৩১২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমে ১৭ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, জনতা ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, সোনারবাংলা ইনস্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

এ সম্পর্কিত আরও খবর