সূচক বেড়ে উভয় পুঁজিবাজারের লেনদেন চলছে

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 14:34:54

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক বেড়ে চলছে লেনদেন কার্যক্রম। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ২৬ পয়েন্ট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। বেলা ১০টা ৪০মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে প্রায় ৩৫ পয়েন্ট। এরপর সূচক ধীরে ধীরে কমতে থাকে। তবে বেলা ১১টার পর সূচক বাড়ার প্রবণতা আবারও বাড়তে থাকে। এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত (রোববার) কার্যদিবসের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৩০ পয়েন্টে।

অন্যদিকে ডিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- বাংলাদেশ সাবমেরিন কেবল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড পাওয়ার, ডেসকো, মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ শিপিং করপোরেশন, পাওয়ার গ্রিড, তিতাস হ্যাস, ইফাদ অটোমোবাইল এবং বিবিএস কেবল।

সিএসই

অপরদিকে একই সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৮১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করে।

এদিন ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময় দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, এসএ পোর্ট, সিএনএ টেক্সটাইল, ডেসকো, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, পাওয়ার গ্রিড, রূপালী ব্যাংক, বিবিএস কেবল, ফারইস্ট নিটিং এবং কাটালি টেক্সটাইল।

এ সম্পর্কিত আরও খবর