জাবিতে রবি ক্যারিয়ার রোডশো

বিবিধ, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 13:34:14

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘রবি ক্যারিয়ার রোডশো’ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক কোম্পানি রবি। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়টির ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন।

রোববার (২৭ জানুয়ারি) রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বর্তমান ডিজিটাল যুগে রবি এবং টেলিযোগাযোগ শিল্পে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের আরও সচেতন করে তোলা। এছাড়া দিনব্যাপী এ অনুষ্ঠানে কোম্পানি হিসেবে রবি এবং টেলিযোগাযোগ শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কি ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়।

জাবি’র শিক্ষার্থী যারা রবিতে ক্যারিয়ার গড়েছেন তারা বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে তাদের কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ‘নলেজ শেয়ারিং সেশন’। রবির কর্মকর্তারা করপোরেট কাজের ধরনের ওপর সাতটি বক্তব্য দেন। এ সময় তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন মতামত এবং ডিজিটাল যুগের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থীদের কি ধরনের দক্ষতার প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পরে এসএমএস কুইজ কন্টেস্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে ক্যারিয়ার রোডশোটি শেষ হয়।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বারতা চক্রবর্তী।

এ সম্পর্কিত আরও খবর