ছুটির দিনে কানায় কানায় পূর্ণ বাণিজ্য মেলা

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:06:45

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় ভিড় ছিল প্রচণ্ড। ছোট ছেলে-মেয়ে থেকে শুরু করে সব বয়সের মানুষ এসেছেন এ মেলায়। কেউ পণ্য কিনছেন, কেউবা ঘুরে ঘুরে দেখছেন প্যাভিলিয়ন ও স্টলগুলো।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মেলা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। বয়স্কদের তুলনায় বেশি উপস্থিতি রয়েছে তরুণ-তরুণীদের। যাদের বেশিরভাগই মজেছেন সেলফি নিয়ে।

বাণিজ্য মেলার ভিআইপি গেইটে ভিড় না থাকলেও প্রধান গেইটসহ অন্যান্য গেইটে ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ সারিবদ্ধভাবে মেলায় প্রবেশ করছেন। পুলিশ প্রশাসনও দর্শনার্থীদের চাপে যেন বেসামাল হয়ে পড়েছেন।

রাজধানীর মোহাম্মাদপুর থেকে পরিবার নিয়ে এসেছেন আবদুল মালেক। সরকারি এই চাকরিজীবী বার্তা২৪.কমকে বলেন, ‘আজই প্রথম এসেছি, কিন্তু এত ভিড় হবে বুঝতে পারিনি। তাহলে অন্যদিন আসতাম। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মনে হচ্ছে অন্যান্য দিনের চেয়ে ভিড় বেশি।’

একটি নামি ব্র্যান্ডের কিছু পণ্যও ক্রয় করেছেন এই ক্রেতা। দাম নিয়ে তিনি বলেন, ‘সাধারণত বাইরের চেয়ে এখানে একটু কমে পেলাম। তবে ব্র্যান্ডের হওয়ায় ওরা ছাড় দিয়েছে। আর লোকাল গুলোর দাম অনেক বেশি।’

প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু জিরোতে বসেছেন বাচ্চা নিয়ে আসা আফসানা রহমান মিমি। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘এর আগেও বেশ কয়েকবার এসেছিলাম, গতকাল (বৃহস্পতিবার) আর আজ (শুক্রবার) অনেক ভিড় দেখছি। আমার বাচ্চাটা এ ভিড়ে হাঁটতে পারছে না। ওকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে আমি আবার ক্লান্ত হয়ে গিয়েছি, তাই একটু বসেছি।’

তিনি আরও বলেন, ‘সাজগোজ করার জন্য কিছু কসমেটিক্স কিনলাম। এগুলো সবই ব্র্যান্ডের। এরা কিছু ছাড় দিয়েছে। এছাড়া আরও কয়েকটি দোকানে গিয়েছি লিপিস্টিক কিনতে। তারা তো আকাশ ছোঁয়া দাম চাইলো। পরে ওদের কাছ থেকে নেইনি।’

এ সম্পর্কিত আরও খবর