লেনদেন বেড়ে চলছে উভয় পুঁজিবাজারের শেয়ার কেনা-বেচা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 07:56:13

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন বেড়ে চলছে এদিনের কার্যক্রম। এদিন লেনদেনের শুরুতেই সূচক ও লেনদেন বাড়তে থাকে। বেলা ১১টা পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ২২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসের একই সময়ে লেনদেন হয়েছিল ১৬৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

এদিকে একই সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১৯ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক বাড়ার প্রবণতা ওঠানামা করতে থাকে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৫২পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ইউনাইটেড ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, সিটি ব্যাংক, জেএমআই সিরিঞ্জ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৫১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করে।

এদিন ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নর্দাণ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফেডালে ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্সুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর