বিজিএমইএ’তে নির্বাচন নাকি সমঝোতা!

পোশাক শিল্প, অর্থনীতি

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:19:26

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতিবারই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ওঠে। চলে হিসাব-নিকাশও। এবারো তার ব্যত্যয় হয়নি। বিজিএমইএ’তে আদৌ নির্বাচন হবে নাকি ফের সমঝোতায় কমিটি হবে সেটা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, আগামী ৬ এপ্রিল বিজিএমইএ’র নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। আর ৬ মার্চের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে হবে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, এতোদিন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যেই আলোচনা সমালোচনা সীমাবদ্ধ থাকতো। কিন্তু এবার যোগ হয়েছে স্বাধীনতা পরিষদ নামের আরও একটি প্ল্যাটফর্ম। আর তাতে সবাই নড়েচড়ে বসেছেন। কারণ হিসাব-নিকাশ মিলাতে পারছেন না কেউ। ইতোমধ্যে সম্মিলিত পরিষদ ও ফোরামের আলোচনায় সভাপতি প্রার্থী হিসেবে মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থানা পরিচালক (এমডি) রুবানা হকের নাম উঠে এসেছে। রুবানা হকও সবার সম্মতিতেই সভাপতি হতে চাচ্ছেন। কিন্তু বিপত্তি বেধেছে স্বাধীনতা পরিষদকে নিয়ে। তারা সভাপতি পদে অন্য কাউকে চাচ্ছে নাকি রুবানা হককে সমর্থন করবে?

সূত্রে জানা গেছে, রুবানা হককে সভাপতি করতে ইতোমধ্যে ফোরাম ও স্বাধীনতা পরিষদের প্রতিনিধিদের মধ্যে একাধিক ঘরোয়া বৈঠক হয়েছে। কিন্তু দ্বিমতের বিষয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কেউই। ফলে প্রশ্ন উঠেছে স্বাধীনতা পরিষদ আগামী নির্বাচনে ফোরামের সাথে থাকছেন নাকি পৃথকভাবে নির্বাচন করবে? অবশ্য এ বিষয়ে কোনো পক্ষের কাছ থেকে স্পষ্টকরে কিছুই জানা যায়নি।

তবে স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ও ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহাঙ্গীর আলম বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা শুরু থেকেই বলছি বিজিএমইএ’তে গণতন্ত্র ফেরাতে হবে, নয়তো ভোটারদের গুরুত্ব থাকে না। আমরা নির্বাচন করবোই। কোনো সমঝোতায় যাচ্ছি না। তবে তুলনামূলক উত্তম নেতৃত্বের জন্য যদি কারো সাথে সম্মিলিতভাবে প্যানেল দিতে হয় তাহলে সে সম্ভাবনাও নাকচ করে দিচ্ছি না।’

তিনি আরো বলেন, ‘তবে আমরা এসব বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তই নেইনি। এখনও পর্যন্ত আমাদের একক প্যানেল দিয়ে নির্বাচন করার প্রস্তুতি আছে। সুতরাং এখানে সমঝোতার কোনো কথাই উঠছে না। তবে আমরা চাই বিজিএমইএ আগামীতে আরো ভালো নেতৃত্বের আওতায় পরিচালিত হোক। সে বিষয়েই আমরা কাজ করছি।’

বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কম’কে বলেন, ‘২০১৩ সালের পর বিজিএমইএতে আর কোনো নির্বাচন হয়নি। ২০১৫ সালে সমঝোতার মাধ্যমে মো. সিদ্দিকুর রহমান সভাপতি হন। দুই বছর পর ফের নির্বাচনের কথা থাকলেও তিনবারে প্রায় দেড় বছর মেয়াদ বাড়িয়েছে বর্তমান কমিটি। আর তাই এবারও আদৌ নির্বাচন হবে নাকি ফের সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হবে সে দিকেই তাকিয়ে আছেন সাধারণ ভোটাররা।’

এ সম্পর্কিত আরও খবর