উভয় পুঁজিবাজারে চলছে লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 00:01:22

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক বেড়ে চলছে লেনদেন কার্যক্রম। এদিন লেনদেনের শুরুতেই সূচক বাড়তে থাকে। বেলা ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ৩৪ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৪৭ পয়েন্ট। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে যায়। এরপর বেলা ১০টা ৫৫ মিনিট পর্যন্ত সূচক একই ধারায় চলতে থাকে। বেলা ১১টার দিকে সূচক বাড়ার প্রবণতা আবারও বাড়তে থাকে। এসময় ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৯৪ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- প্রিমিয়ার ব্যাংক, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, ঢাকা ব্যাংক, বঙ্গজ, ফারইন্ট নিটিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, নাহী অ্যালুমিনিয়াম এবং লিগ্যাসি ফুটওয়্যার।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৪৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৪১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২ পয়েন্টে অবস্থান করে।

এদিন ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি, খুলনা প্রিন্টিং অ্যান্ড পেপার মিল, প্রিমিয়ার ব্যাংক, খান ব্রাদার্স, কে অ্যান্ড কিউ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ন্যাশনাল ফিড।

এ সম্পর্কিত আরও খবর