মেলায় জমে উঠেনি ব্লেজার বিক্রি

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 04:19:43

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এখনো জমে উঠেনি তরুণ-যুবাদের পছন্দের পোশাক ব্লেজারের বেচাকেনা। বিক্রেতারা জানান, মেলা মাত্র শুরু হওয়ার কারণে এখনো তাদের বিক্রি জমে উঠেনি। কারণ ব্লেজারের চাহিদা সবচেয়ে বেশি মেলার মধ্যভাগে। এখন প্রতিদিন ১০ থেকে ২০টি করে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্লেজারের বিভিন্ন স্টল ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

মোঃ আলামিন নামের এক ক্রেতা বলেন, ‘তিন থেকে চারটা দোকান ঘুরে এখন পর্যন্ত একটিও ব্লেজার পছন্দ হলো না। পছন্দ হলে আবার উচ্চতায় হয় না। উচ্চতায় হলে আবার দামে হয় না। তাই ভাবছি একবারে শেষ সময়ে আসবো।’

বাণিজ্য মেলায় এবার প্রায় ১০ থেকে ১০০ প্রকার ব্লেজার পাওয়া জাচ্ছে বলে জানিয়েছেন রাহান ফ্যাশনের বিক্রেতা আরএস রঞ্জু।

তিনি জানান, এবারের মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে প্রিন্স কোর্ট, পাঞ্জাবির কটি ও ছোটদের ব্লেজার। দাম এক হাজার ৫০০ থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা।

ব্লেজারের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা চায়না কাপড়ের ব্লেজার। কিন্তু সবচেয়ে মান ভালো হচ্ছে বাংলাদেশি কাপড়ের ব্লেজারগুলোর।

বিক্রেতারা জানান, বাংলাদেশি ব্লেজারের চাহিদা আরও বাড়বে। কারণ অধিকাংশ ক্রেতারা এখন বাংলাদেশি ব্লেজার বেশি কেনার আগ্রহ দেখাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর