সূচক বেড়ে উভয় পুঁজিবাজারে চলছে লেনদেন কার্যক্রম

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 16:59:23

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক বেড়ে চলছে লেনদেন কার্যক্রম। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। ডিএসই ওসিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক কিছুটা সমান্তারাল গতিতে চলতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে সূচক আবারও বাড়তে থাকে। এসময় ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় প্রধান সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৬২ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৯পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ারেরদাম।

এদিন পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- আলহাজ টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, জেমিনি সি ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমএল ডায়িং, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, সিঙ্গার বিডি এবং ওয়াটা কেমিক্যাল।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮৩৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৮১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- সোনার বাংলা ইন্স্যুরেন্স, আল আরাফা ইসলামী ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিলভা ফার্মাসিউটিক্যালস, ওসমানিয়া গ্লাস, ফেডারেল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স এবং শেয়ার্ড ইন্ডাস্ট্রিজ।

এ সম্পর্কিত আরও খবর