পোশাক কারখানায় আগুন দেওয়ায় আটক ৫

পোশাক শিল্প, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 07:09:01

গাজীপুরের টঙ্গি এলাকায় ৯টি পোশাক কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

আটককৃতরা হলেন মো. শামীম (২৮), মো. রোমান (২৭), মো. আলমগীর হোসেন (২১), মো. আবু সাঈদ (৩১) ও মো. সোহেল সরকার (২৪)।

শনিবার (১২ জানুয়ারি) র‌্যাব-১ এর কর্মকর্তা মেজর রকিবুল ইসলাম বার্তা২৪কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার (১১ জানুয়ারি) রাত থেকে শনিবার (১২ জানুয়ারি) ভোর পর্যন্ত টঙ্গির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা নয়টি পোশাক কারখানা ভাঙচুরে নেতৃত্ব দিয়েছেন। তারা একটি গোষ্ঠীর মদদে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছেন।’

উল্লেখ্য, ন্যায্য মজুরির দাবিতে গত ৬ জানুয়ারি থেকে ঢাকার আশুলিয়া, উত্তরা, মিরপুর, টঙ্গিসহ বেশ কয়েকটি এলাকায় আন্দোলনে নামেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঐসব এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।

শ্রমিকদের আন্দোলনের ফলে অধিকাংশ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কারখানার মালিকপক্ষ। এর মধ্যে শ্রমিক ও মালিকদের নিয়ে আলোচনায় বসে সরকার পক্ষ। পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে এক শ্রমিক মারা যাওয়ার ঘটনাও ঘটে।

এ সম্পর্কিত আরও খবর