বিজিএমইএ নির্বাচন: গণতন্ত্র ফিরবে তো!

পোশাক শিল্প, অর্থনীতি

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 22:26:35

গণতান্ত্রিক প্রক্রিয়া পছন্দ করেণ না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তা সে কোনো সংগঠনের সদস্যই হোক বা কোনো সমাজের অংশই হোক না কেন। পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দেশের অন্যতম প্রভাবশালী একটি সংগঠন। এই সংগঠনে গত পাঁচ বছর পর এবারই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচন হতে যাচ্ছে পরিচালনা পর্ষদ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিকভাবে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি নেওয়া হলেও সংগঠনটিতে কি আদৌ গণতন্ত্র ফিরবে?

২০১৩ সালে সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছিলেন মো. আতিকুল ইসলাম। কিন্তু তারপর ২০১৫ সালে নির্বাচন না করে সমঝোতার মাধ্যমে সংগঠনটির দু’টি অংশ পরিষদ ও ফোরাম সভাপতি নির্ধারণ করেণ মো. সিদ্দিকুর রহমানকে। তারপর থেকে তিন দফায় নির্বাচনের সময় পিছিয়ে বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হয়।

এতে হতাশ হয়ে পড়েন সাধারণ সদস্যরা। অবশেষে সাধারণ সদস্যদের দাবির মুখে নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএর নেতৃবৃন্দ।

তবে এখনও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিজিএমইএর অনেক সদস্যই। এমনই একজন মিরপুরের অলিরা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন রশীদ জনি।

তিনি বার্তা২৪.কমকে বলেন, আমরা সাধারণ সদস্যরা বরাবরই নির্বাচনের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত বিজিএমইএতে গণতন্ত্র ফিরে আসবে কিনা সে বিষয়ে কিছুটা সন্দেহ থেকেই যাচ্ছে। যখন গণতন্ত্র বজায় থাকে তখনই ভোটারের কদর থাকে। আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত একজন প্রতিনিধির কাছে যেভাবে আমরা শিল্পের সমস্যা নিয়ে খোলামেলা কথা বলতে পারবো তা অন্য কারও সঙ্গে পারবো না। গণতন্ত্র বজায় না থাকলে ভোটারের অধিকার সংরক্ষণ হবে না এটাই বাস্তবতা। তাই আমরা চাই বিজিএমইএতে গণতন্ত্র ফিরে আসুক।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজিএমইএর দায়িত্ব হস্তান্তরের খবরে বেশ আনন্দিত সাধারণ সদস্যরা। জারা ফ্যাশন জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান রানা বার্তা২৪.কমকে বলেন, নির্বাচন মানেই একটি উৎসবপূর্ণ আমেজ। প্রার্থীরা ভোটারদের কাছে যাবে, ভোট চাইবে। সম্পর্ক গড়ে উঠবে। ভোটের দিন হৈ-হুল্লোড় করে ভোট দেবো। অন্যরকম আনন্দ। আর গণতান্ত্রিক্র ধারা বজায় থাকলেই কেবল এমনটা হতে পারে। জাতীয়ভাবেও যেহেতু এতো সুন্দর গণতান্ত্রিক ধারা বজায় রয়েছে তাই বিজিএমইতেও নির্বাচন হলে আমরা অত্যন্ত আনন্দিত হবো।

৫ জানুয়ারি তিন সদস্যের নির্বাচনী পরিচালনা বোর্ড গঠন করেছে বিজিএমইএর পরিচালনা পর্ষদ। পরিচালনা বোর্ডের প্রধান করা হয়েছে বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আল আমীনকে। নির্বাচনী পরিচালনা বোর্ডের পাশাপাশি গঠন করা হয়েছে আপিল বোর্ডও। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান।

চলতি বছরের ২২ এপ্রিলের মধ্যে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে বিজিএমইএর বর্তমান কমিটিকে। নির্বাচনে সাধারণ সদস্যরা ৩৫ পরিচালককে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত পরিচালকরা একজন সভাপতি ও সাতজন সহ-সভাপতি বেছে নেবেন।

এ সম্পর্কিত আরও খবর