ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট, সিএসইর ১৭৩

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:50:10

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বৃহস্পতিবার সূচক বেড়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। এদিন লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৪ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১৭৩ পয়েন্ট।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, একদশ সংসদ নির্বাচন ও ব্যাংক হলিডে থাকায় যথাক্রমে গত ৩০ ও ৩১ ডিসেম্বর উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম থেকে সূচক বাড়তে থাকে। লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক ধীরে ধীরে বাড়তে থাকে। বেলা পৌনে ১১টার দিকে সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেন শেষে সূচক আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫৯০ পয়েন্টে।

অপরদিকে ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩০৩টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।

বৃহস্পতিবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সায়হাম কটন মিল, বেক্সিমকো লিমিটেড, বিবিএস কেবল, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, শিপার্ড ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোমোবাইল, খুলনা পাওয়ার এবং ইনটেক অনলাইন।

সিএসই

অন্যদিকে লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৭৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৬৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩০২ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, পিএলএফএসএল, কে অ্যান্ড কিউ, ফার্স্ট ফাইন্যান্স, বিচ হ্যাচারি, খুলনা পেপার, জনতা ইন্সুরেন্স, বিআিইএফসি, বিডি ওয়েল্ডিং এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

এ সম্পর্কিত আরও খবর