পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার আমান উল্লাহ বরখাস্ত

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-28 14:06:15

মোটা অং‌কের অ‌র্থের বি‌নিম‌য়ে চাক‌রি দেওয়ার না‌মে প্রতারণা চ‌ক্রের স‌ঙ্গে জ‌ড়িত থাকার অ‌ভিযো‌গে পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার মো. আমান উল্লাহকে চাকরি প্রবিধানমালা অনুযা‌য়ি সাময়িকভাবে বরখাস্ত ক‌রা হয়েছে।

বুধবার (২৭‌ডি‌সেম্বর) রাজধানীর ইস্কাটন গা‌র্ডেন রো‌ডে অব‌স্থিত পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার মো. আমান উল্লাহ (এ-৯৩০), পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যালয়ে সিনিয়র অফিসার হিসেবে দায়িত্বপালন কালে আপনাকে প্রশাসনিক কারণে (চাকরির প্রতারণা চক্রের সাথে জড়িত থাকায়) পল্লী সঞ্চয় ব্যাংক (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২ এর বিধি ৫৭(১) মোতাবেক চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বলা হয়, প্রশাসনিক কারণে প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার মো. আমান উল্লাহকে (এ-৯৩০), ফরিদপুর জেলা (আঞ্চলিক) কার্যালয়, -এ সংযুক্ত করা হলো এবং সংযুক্ত কর্মস্থলে আগামী ৩১ডি‌সেম্ব‌রের মধ্যে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এ আদেশই সংশ্লিষ্ট কর্মচারী এর ছাড়পত্র হিসেবে গণ্য হবে।

প্রজ্ঞাপ‌নে আরও বলা হয়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযা‌য়ি, বরখাস্ত থাকাকা‌লে খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এ সম্পর্কিত আরও খবর