আমদানি মূল্য পরিশোধের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-14 21:16:36

শিল্পকারখানায় আমদানিকৃত কাঁচামালের মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের ২৬ জুন শিল্পের কাঁচামাল, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির মেয়াদ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন নির্ধারণ করা হয়েছিল। সে সময় পণ্যের আমদানি মূল্য পরিশোধে ব্যবসায়ীদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিল। 

তবে বাণিজ্য লেনদেন সহজ করার লক্ষ্যে এখন সেটি বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেয়া ঋণে আমদানি মূল্য পরিশোধে এই সুযোগটি থাকবে না।

এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সম্পর্কিত আরও খবর