শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আমানত বেড়েছে

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা  | 2023-12-03 22:20:45

চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে দেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর আমানত ও ঋণ প্রদানের পরিমাণ বেড়েছে। আগের প্রান্তিকের তুলনায় যার পরিমাণ ৩ হাজার ৯৮৯ কোটি টাকা বা দশমিক ৯৩ শতাংশ বেশি।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকে আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৩১ হাজার ৯৮৯ কোটি টাকায়। আগের প্রান্তিকের চেয়ে যার পরিমাণ ৩ হাজার ৯৮৯ কোটি টাকা বা দশমিক ৯৩ শতাংশ বেশি। আর ২০২২ সালের একই সময়ের চেয়ে ১০ হাজার ৬১৪ কোটি টাকার আমানত বেড়েছে।

এর মধ্যে সম্পূর্ণ ইসলামী ১০টি ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ১৪২ কোটি টাকা। প্রথাগত ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার আমানত দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৪ কোটি টাকা। আর ইসলামিক ব্যাংকিং উইন্ডোর আমানত দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৩ কোটি টাকা।

এছাড়া ঋণ প্রদান বেড়েছে ৭ হাজার ৫৯৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ইসলামী ধারার ব্যাংকগুলোর ঋণ প্রদান বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৯ হাজার ৭১ কোটি টাকা। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৩৭ হাজার ৭৬৯ কোটি টাকা বেড়েছে ঋণ প্রদান।

এদিকে তিন মাসে প্রথাগত ব্যাংকের ইসলামিক ব্যাংকিংসহ ইসলামী ধারার শাখা বেড়েছে মাত্র ৭টি। আগের প্রান্তিকে ১৬৯৪ টি শাখা থেকে বেড়ে সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৭০১ টি। এক বছরের ব্যবধানে শাখা বেড়েছে ৭৩ টি। এসব শাখায় সর্বমোট ৫০ হাজার ১৪৬ জন কর্মকর্তা-কর্মচারী চাকুরিরত রয়েছেন। যা আগের প্রান্তিকের তুলনায় বেড়েছে মাত্র ১২৭ জন।

সর্বশেষ তথ্যমতে, দেশে এখন পর্যন্ত ১০টি ইসলামিক ব্যাংকের ১ হাজার ৬৭১টি শাখা রয়েছে। এছাড়া প্রথাগত ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা রয়েছে ১৫টি ব্যাংকের ৩০টি। পাশাপাশি ১৬ টি সরকারি-বেসরকারি ব্যাংকের ইসলামিক উইন্ডো রয়েছে ৬১৫টি।

আমানত-ঋণে প্রবৃদ্ধি হলেও ইসলামী ধারার ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ও রপ্তানি বাণিজ্য কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি হয়েছে ২৯ হাজার ৮৩৫ কোটি টাকা। এর আগের প্রান্তিকে রপ্তানি হয়েছিলো ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে এসব ব্যাংকের রপ্তানি আয় কমেছে ৭ হাজার ৭৪১ কোটি টাকা বা ২০ দশমিক ৬০ শতাংশ। আর ২০২২ সালের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে ৩৩ দশমিক ৬৬ শতাংশ। টাকার অঙ্কে যার পরিমাণ ১৫ হাজারের ১৩৫ কোটি টাকা।

রপ্তানির পাশাপাশি ইসলামী ধারার ব্যাংকগুলোতে আমদানি বাণিজ্যও কম হয়েছে। সেপ্টেম্বর প্রান্তিকে আমদানি হয়েছে ৩৯ হাজার ১৯৩ কোটি টাকার। আগের প্রান্তিকে আমদানি হয় ৪৭ হাজার ৫৮৫ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য তিন মাসে এসব ব্যাংকের মাধ্যমে আমদানি কমেছে ৩ হাজার ৮৯২ কোটি টাকা বা ১৭ দশমিক ৬৪ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর