পুঁজিবাজারে গতি ফেরার আভাস

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-26 11:29:32

ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহ শুরু করেছে দেশের শেয়ারবাজার। দিনের শুরুতেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচক বেড়েছে। একইসঙ্গে লেনদেনেও গতি ফেরার আভাস মিলেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৮ দশমিক ০৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শরীয়াহ সূচক 'ডিএসই এস' বেড়েছে ১ দশমিক ৯০ পয়েন্ট। আর বাছাই করা কোম্পানিগুলোর 'ডিএস ৩০' সূচকে একই সময়ে ১ দশমিক ৮০ পয়েন্ট যোগ হয়েছে।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে আজ ডিএসইতে শেয়ার লেনদেনেও গতি ফিরেছে। প্রথম ঘণ্টায় এক্সচেঞ্জটিতে ২৪৫ প্রতিষ্ঠানের ৬ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৫৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ১৪৩ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৯ কোটি টাকা।

এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৯ প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দর বেড়েছে ৮২টির। বিপরীতে ৫৪ কোম্পানির শেয়ারের দাম নিম্নমুখী।

দিনের শুরুতে লেনদেনে এগিয়ে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড। বেলা ১১টা পর্যন্ত সেন্ট্রাল ফার্মার ৯ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ৫৩ লাখ ৮৩ হাজার ৮৫টি শেয়ার হাতবদল হয়েছে। একই সময়ে প্যাসিফিক ডেনিমসের লেনদেন হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।

এ সম্পর্কিত আরও খবর