পুঁজিবাজারে যুক্তরাষ্ট্র-ভারতের উত্থান, পতনে চীন-বাংলাদেশ

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-25 17:28:21

সমাপ্ত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ভারতের শেয়ারবাজারে উত্থান হয়েছে। সূচক বেড়েছে ফ্রান্সের শেয়ারবাজারেও। তবে পতন দেখেছে চীন ও বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের পুঁজিবাজার।

জানা গেছে, ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক বিদায়ী সপ্তাহে বেড়েছে। সপ্তাহজুড়ে ‘বিএসই সেনসেক্স’ ২৭৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৬৫ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে। দেশটির আরেক শেয়ারবাজার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ‘নিফটি ৫০’ পাঁচ কার্যদিবসে ৬২ দশমিক ৮০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

ভারতের সঙ্গে ঊর্ধ্বমুখী ছিল এশিয়ার আরেক শেয়ারবাজার জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জ। এক সপ্তাহে দেশটির পুঁজিবাজারের সূচক ‘নিক্কেই ২২৫’ ২৮০ দশমিক ৬৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৩ হাজার ৬২৫ পয়েন্টে অবস্থান করছে।

এশিয়ায় বিপরীত ছিল চীনের শেয়ারবাজার। সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ‘এএসই কম্পোজিট’ এক সপ্তাহে ১৫ দশমিক ৯৬ পয়েন্ট হারিয়েছে। হংকং স্টক এক্সচেঞ্জের সূচক ‘হ্যাং সেং’ গত সপ্তাহে কমেছে ৬৬ দশমিক ৪২ পয়েন্ট।

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারেও গত সপ্তাহে সুবাতাস লক্ষ্য করা গেছে। দেশটির ‘নাসডাক কম্পোজিট’ পাঁচ কার্যদিবসে ১৪৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল সূচক বেড়েছে ৪২৫ পয়েন্ট। এছাড়াও ‘এসঅ্যান্ডপি ৫০০’ সূচকে যোগ হয়েছে ৪৯ দশমিক ৭৯ পয়েন্ট।

ইউরোপের মধ্যে ফ্রান্সের শেয়ারবাজারে গত সপ্তাহে উত্থান হয়েছে। প্যারিস স্টক এক্সচেঞ্জের সূচক ‘সিএসি ৪০’ বিদায়ী সপ্তাহে ৫০ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। তবে যুক্তরাজ্যের লন্ডন স্টক এক্সচেঞ্জের ‘এফটিএসই ১০০’ সূচক গত সপ্তাহে ১৫ পয়েন্ট হারিয়েছে।

এদিকে, বিদায়ী সপ্তাহে বাংলাদেশের শেয়ারবাজারে পতন হয়েছে। এক সপ্তাহে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ২ হাজার ৭০০ কোটি টাকার বেশি। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই গত সপ্তাহে নিম্নমুখী ছিল। এক্সচেঞ্জটিতে কমেছে শেয়ার লেনদেনের পরিমাণও।

জানা গেছে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৩ দশমিক ৪৪ পয়েন্ট হারিয়ে ৬ হাজার ২৩৩ পয়েন্টে নেমে আসে। আগের সপ্তাহেও 'ডিএসই এক্স' ১৪ পয়েন্ট হারিয়েছিল। এছাড়াও ‘ডিএস ৩০’ ১২ দশমিক ২২ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ গত সপ্তাহে ৬ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী সপ্তাহে এক্সচেঞ্জটিতে দুই হাজার ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৭৩ কোটি ১৭ লাখ টাকা কম। এছাড়াও পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ২ হাজার ৭৫০ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৪৯১ কোটি ৫৫ লাখ টাকায়।

এ সম্পর্কিত আরও খবর