পুঁজিবাজারে ফু-ওয়াং সিরামিকের আধিপত্য

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-25 15:25:46

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ২ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে প্রায় ১৫৯ কোটি টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একইসঙ্গে দর বৃদ্ধির শীর্ষেও উঠে এসেছে প্রতিষ্ঠানটি। ফলে সপ্তাহজুড়ে শেয়ারবাজারে আধিপত্য ছিল 'বি' ক্যাটাগরির এই কোম্পানিটির। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ফু-ওয়াং সিরামিকের ৭ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯৮১ টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনকৃত এসব শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৮ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেনের পাশাপাশি দর বৃদ্ধিতেও গত সপ্তাহে দাপট ছিল ফু-ওয়াং সিরামিকের। পাঁচ কার্য দিবসে কোম্পানিটির শেয়ারের দাম ২৭ দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ শেয়ারটি ২২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে।

এদিকে গত সপ্তাহে লেনদেনের দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এক সপ্তাহে প্রতিষ্ঠানটির ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেডের লেনদেনকৃত শেয়ারের বাজারমূল্য ছিল ৮৬ কোটি ২৪ লাখ টাকা।

৭২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ দশে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আরেক কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলের গত সপ্তাহে ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও সাপ্তাহিক লেনদেনের শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচ রিসোর্টের ৬০ কোটি ৯৯ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৫৮ কোটি ৯১ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ৫৮ কোটি ৬৫ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৫২ কোটি ৮৪ লাখ টাকা এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর