ডলারের দাম কমল ৫০ পয়সা

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-22 20:20:18

ডলারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। নতুন দর অনুযায়ী মার্কিন মুদ্রাটির দাম ৫০ পয়সা কমেছে।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এবিবি ও বাফেদার এক বৈঠকে ডলারের দাম নিয়ে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১০ টাকায় ডলার ক্রয় করবে ব্যাংকগুলো। আর বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে ব্যাংকগুলো রফতানির ক্ষেত্রে প্রতি ডলার বিক্রি করছে ১১০ টাকা ৫০ পয়সা। যা ৫০ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

একইভাবে ১১১ টাকা থেকে আমদানি বিলের ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতি ডলার বিক্রি করবে ১১০ টাকা ৫০ পয়সায়।

এছাড়া প্রবাসীদের আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে ব্যাংকগুলো পরিশোধ করবে ১১০ টাকা। তবে এর সঙ্গে যুক্ত হবে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা। এতে প্রবাসী আয়ের ডলারে ব্যাংকগুলো পরিশোধ করবে ১১২ টাকা ৫০ পয়সা।

 

এ সম্পর্কিত আরও খবর