ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে ৬৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা  | 2023-11-15 16:19:12

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই আজ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে শেয়ার লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। 

সূত্র মতে, বুধবার (১৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৯৭ প্রতিষ্ঠানের ১৮ কোটি ৮৫ লাখ ২ হাজার ৮৬০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৬৪৫ কোটি টাকা। এর আগে গতকাল ডিএসইতে ৩৪০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে একদিনে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৩০৪ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ লেনদেনের শুরু থেকেই ডিএসইর সব সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিনের পর্যন্ত সূচকগুলো একই প্রবণতা ধরে রেখেছে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৮ দশমিক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনশেষে সূচকটি অবস্থান করছে ৬২৫৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে বুধবার ডিএসইর অপর দুই সূচকও বৃদ্ধি পেয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক 'ডিএসই এস' আজ ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর 'ডিএস ৩০' সূচকেও যোগ হয়েছে ৩ দশমিক ৯৩ পয়েন্ট।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭৯টির, বিপরীতে মাত্র ৬৬ কোম্পানির শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছে।

বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। একদিনে কোম্পানিটির ২০ কোটি ৪৩ লাখ টাকা মূল্যের ৫২ লাখ ৮২ হাজার ৫১২টি শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গতকাল লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত জানানো লোকসানি প্রতিষ্ঠান খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একদিনে কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ২০ পয়সা বা ১৪ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ারের দাম আজ ৪৫ টাকা বা ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আজ ইসলামী ব্যাংকের রেকর্ড পরিমাণ শেয়ার লেনদেন হয়েছে। একদিনে ব্লকে প্রতিষ্ঠানটির ২৫৬ কোটি ৬২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এদিন ব্লকে লেনদেন হওয়া ৫৩ কোম্পানির শেয়ারের বাজারমূল্য ছিল ২৭৩ কোটি ৩০ লাখ টাকা। এ হিসেবে ব্লকে লেনদেনের প্রায় ৯৪ শতাংশই ছিল ইসলামী ব্যাংকের দখলে।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৩১ দশমিক ০২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেয়া ১৩৫ প্রতিষ্ঠানের ১৮ কোটি ৫০ লাখ ২২ হাজার ১৫২ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এদিন সিএসইতে ৪৬ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির। বাকি ৫৩ প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

এ সম্পর্কিত আরও খবর