অবরোধে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-15 14:02:22

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে ব্যাংকিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ব্যাংকগুলোতে স্বাভাবিক দিনের মতোই লেনদেন চলছে। তবে সেবাগ্রহীতার সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

বুধবার (১৫ নভেম্বর) মতিঝিলে বিভিন্ন ব্যাংকে ঘুরে এ চিত্র দেখা গেছে।

মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান ভবনের নিচতলার লোকাল শাখায় লাইন ধরে গ্রাহকদের সেবা নিতে দেখা যায়। অপেক্ষমান গ্রাহকের সংখ্যাও ছিল স্বাভাবিক দিনের মতোই।

সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সকাল থেকেই স্বাভাবিকভাবেই ব্যাংকে লেনদেন চলছে। যেসব গ্রাহক আতঙ্কে আছে তারা হয়তো ব্যাংকে আসছে না। তবে অবরোধের খুব একটা প্রভাব ব্যাংকিং কার্যক্রমে পড়েনি। আমাদের কার্যক্রম স্বাভাবিকই আছে।

মোহাম্মদপুর থেকে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় আসা ইমরান হোসেন নামের একজন গ্রাহক বলেন, জরুরি কাজ থাকায় অবরোধের মধ্যেও ব্যাংকে এসেছি। রাস্তায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম মনে হয়েছে। তাই মোটরসাইকেলে করে মতিঝিল এসেছি। নিজের কাজ শেষ করতে অন্যান্য দিনের তুলনায় কম সময় লেগেছে। তবুও অপেক্ষা করতে হয়েছে।

বাংলাদেশের ব্যাংকের প্রধান কার্যালয়েও গ্রাহক উপস্থিতি স্বাভাবিক। কোনো শাখায় কোনো কর্মকর্তা অনুপস্থিত নেই। কাজও স্বাভাবিক চলছে।

কেন্দ্রীয় ব্যাংক নীতি ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হওয়ায় এখানে সাধারণ গ্রাহকের সংখ্যা কম। পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে ব্যক্তিগত গাড়ি ও স্টাফ বাসে করে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসেছেন বলে জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর