মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-08 20:45:57

দেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনও কেন্দ্রীয় ব্যাংকের এসব পদক্ষেপের কোনো ফল আসেনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় যেসব ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলো আরো আগে নেওয়া উচিত ছিল বলে জানিয়েছেন সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। একই সঙ্গে হুন্ডি নিয়ন্ত্রণ গৃহীত পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ পরামর্শ দেন ড. ফরাস উদ্দন। একই পারমর্শ দিয়েছে ইকোনমিক রিসার্স গ্রুপের (ইআরজি) নির্বাহী পরিচালক ড. সাজ্জাদ জহিরও।

দেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন সংগঠন এবং বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের। সেসব সভায় বেশ কিছু পরামর্শ এসেছে। এই পরামর্শগুলো যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানান ড. ফরাসউদ্দিন।

অবৈধ হুন্ডি দেশে রিজার্ভ কমার অন্তরায় বলে মনে করেন ইআরজির নির্বাহী পরিচালক। বৈঠকে তিনি বলেন, হুন্ডির অপতৎপরতা বেড়ে যাওয়াই রিজার্ভ কমছে। হুন্ডির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক বা অন্য কোন পরিচয়কে আমলে নেওয়া যাবে না। তাহলে রেমিট্যান্স বাড়বে এবং সমৃদ্ধ হবে রিজার্ভ।

এর আগে গত ২৩ অক্টোবর গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর সঙ্গে একই বৈঠক করে বাংলাদেশ ব্যাংক।

বৈঠক শেষে সানেমের গবেষণা পরিচালক ডক্টর সাইমা হক বিদিশা জানান, সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে রেমিটেন্স কেনার ক্ষেত্রে আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ মেয়াদে এটা কাজে আসবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ডলারের অফিশিয়াল এবং আনঅফিসিয়াল রেটে পার্থক্য থাকবে ততক্ষণ রেমিটাররা অবৈধ পথেই ডলার পাঠাবেন। এছাড়াও একটা শ্রেণি রয়েছে যারা হুন্ডির মাধ্যমে ব্যবসা করে। এই চ্যানেলটা বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় ততক্ষণ ফরেন কারেন্সিতে একটা আশঙ্কা থেকেই যাবে। এছাড়াও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ সহ আর্থিক খাতের সুশাসন ফেরাতে না পারলে নীতি পরিবর্তনের সুফল যথাযথভাবে আমরা পাবো না।

এরও আগে গত ২১ সেপ্টেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে একই বিষয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। সেদিন নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। কেননা এ ধরণের প্রবণতা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে।

এ সম্পর্কিত আরও খবর