এক ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ছাড়াল দেড় শ কোটি টাকা

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-08 11:19:21

দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘণ্টায় লেনদেন দেড় শ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকই বেড়েছে। প্রধান সূচক 'ডিএসই এক্স' এখন পর্যন্ত ৫ দশমিক ০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ডিএসই সূচকে যোগ হয়েছে দশমিক ৮২ পয়েন্ট। আরেক সূচক 'ডিএস ৩০' বেড়েছে দশমিক ১৬ পয়েন্ট।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২২৫ প্রতিষ্ঠানের চার কোটি ৪ লাখ ৮৫ হাজার ১৩০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে৷ এসব শেয়ারের বাজারমূল্য ১৫৫ কোটি ৩৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে এখন পর্যন্ত ৯১ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে৷ দর কমেছে ৪৯টির। বাকি ৮৫ কোম্পানির শেয়ারদর এখনো অপরিবর্তিত রয়েছে।

এদিকে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের শেয়ারের প্রতি। এক ঘণ্টায় কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ সর্বশেষ এ শেয়ারটি লেনদেন হয়েছে ৫০ টাকা ৯০ পয়সা দরে।

এ সম্পর্কিত আরও খবর