লেনদেনে গতি ফিরল শেয়ারবাজারে

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-06 11:53:49

মূল্য সূচকের উত্থানে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস শুরু করেছে দেশের শেয়ারবাজার। এদিন লেনদেনে কিছুটা গতি ফেরার আভাস মিলেছে। প্রথম দেড় ঘণ্টার মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় আড়াই শ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫ দশমিক ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে দশমিক ০৮ পয়েন্ট। এছাড়াও ‘ডিএস ৩০’ সূচকের এখন পর্যন্ত ২ দশমিক ৩৮ পয়েন্ট যোগ হয়েছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৪৮ প্রতিষ্ঠানের ২৫৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১২টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। দর বেড়েছে ৮৪ প্রতিষ্ঠানের। বিপরীতে ৫২ কোম্পানির শেয়ারদর নিম্নমুখী।

দিনের শুরুতে লেনদেনে বাজিমাত দেখাচ্ছে দেশবন্ধু পলিমার লিমিটেড। দেড় ঘণ্টায় কোম্পানিটির ৭০ লাখ ৩৪ হাজার ৯৯৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২৯ কোটি ৭২ লাখ টাকা।

এ সম্পর্কিত আরও খবর