পুঁজিবাজারে লেনদেন ছাড়াল দুই হাজার কোটি টাকা

পুঁজিবাজার, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-04 08:48:36

রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিদায়ী সপ্তাহ পার করেছে দেশ। এ অস্থিরতার কিছুটা প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকই কমেছে। তবে আগের সপ্তাহের তুলনায় এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়ে দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে বাজার মূলধনও। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সেচেঞ্জে ৩৭৮ প্রতিষ্ঠানের ৩৯ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮১১টি শেয়ার হাতবদল হয়েছে। পাঁচ কার্যদিবসে লেনদেন হওয়া এসব শেয়ারের বাজারমূল্য ছিল দুই হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৮৩৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল। এ হিসেবে প্রধান শেয়ারবাজারে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা। শতাংশ হিসেবে লেনদেন বৃদ্ধির পরিমাণ ১৯ দশমিক ৬১ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বাড়লেও দৈনিক গড় লেনদেন কমেছে। আগের সপ্তাহে দুর্গাপূজার ছুটির কারণে ২৪ অক্টোবর বন্ধ ছিল শেয়ারবাজার। ফলে ওই সপ্তাহের চার কার্যদিবসে প্রতিদিন গড়ে ৪৫৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। আর বিদায়ী সপ্তাহের পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের দৈনিক গড় লেনদেন ছিল ৪৩৯ কোটি ০৪ লাখ টাকা।

এদিকে সাপ্তাহিক লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের প্রথম কার্যদিবসে (রবিবার) ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি ৭৮ লাখ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।

লেনেদেন ও বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে ডিএসইর সব মূল্য সূচকই কমেছে। এক্সচেঞ্জটির প্রধান সূচক 'ডিএসই এক্স' এক সপ্তাহে ৭ দশমিক ৯৩ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি স্থির হয়েছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। এছাড়াও শরীয়াহ সূচক 'ডিএসই এস' বিদায়ী সপ্তাহে ৩ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ কমেছে ১ দশমিক ৮২ পয়েন্ট।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর কমেছে ৭৯টির। দর বেড়েছে ৭০ প্রতিষ্ঠানের শেয়ারের। বাকি ২২৯ কোম্পানির শেয়ারদর গত সপ্তাহে অপরিবর্তিত ছিল।

শতকোটি টাকার বেশি মূল্যের শেয়ার হাতবদলের মাধ্যমে সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। অপরদিকে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষস্থান দখলে নিয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড। এক সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ৩২ দশিমক ২৮ শতাংশ। এছাড়াও সর্বোচ্চ ৩০ দশমিক ০৭ শতাংশ শেয়ারদর হারিয়ে দরপতনের শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

এ সম্পর্কিত আরও খবর