৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এল জুনে

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:27:50

চলমান ডলার সংকটের মধ্যে সুবাতাস লেগেছে রেমিট্যান্স প্রবাহে। সদ্য বিদায়ী জুনে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রবাসী আয়।

রোববার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে একথা জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে প্রবাসী বাংলাদেশিরা ২১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ধরে) যার পরিমাণ ২৩ হাজার ৭৪৭ কোটি ২ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন মাসে সর্বোচ্চ ২১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭ লাখ ৮৫ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৪ কোটি ৬ লাখ ৬ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ লাখ ৬১ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১ থেকে ২৫ জুন পর্যন্ত প্রবাসীরা প্রায় ২০২ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন। এরপরের কয়েক দিনে তা বেড়ে দাঁড়ায় ২১৯ কোটি ৯০ লাখ ডলারে। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত বছরের জুনে প্রায় ১৮৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। এর আগে ২০২১ সালের জুনে এসেছিল ১৯৪ কোটি ডলার এবং ২০১৯ ও ২০২০ সালের জুনে এসেছিল যথাক্রমে ১৩৬ কোটি ও ১৮৩ কোটি ডলার। সেই হিসাবে গত ৩ বছরের মধ্যে সদ্য বিদায়ী জুন মাসে সর্বোচ রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার। এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এপ্রিলে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠায় ঢাকায়। রেমিট্যান্স আসে ৮০ কোটি ৪ লাখ ডলার। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠান ৪৬ কেটি ১৪ লাখ ডলার।

এ সম্পর্কিত আরও খবর