মোবাইল সিম ১৮ কোটি, ইন্টারনেট ১৩ কোটি

বাজেট, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 00:58:59

দেশে মোবাইল ফোন ব্যবহারকারী ১৮ কোটি ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করার সময় তিনি এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে ১৮ কোটি এবং ১৩ কোটির বেশি।

তিনি বলেন, সংযোগ, দক্ষ মানবসম্পদ, ই-গভর্নমেন্ট এবং আইসিটি শিল্পের প্রসার- এই চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করছে।

মন্ত্রী বলেন, এই চারটি ক্ষেত্রেই আমাদের অগ্রগতি ও অর্জন অভূতপূর্ব। আমাদের সরকারের উদ্যোগে ইন্টারনেট ব্যান্ডউইথ প্রতি এমবিপিএস বর্তমানে ৭৮ হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকার কম দামে পাওয়া যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর