টাকার মান আরও কমল, প্রতি ডলার এখন ৯৫ টাকা

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:07:36

ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। বাংলাদেশ ব্যাংক সোমবার (০৮ আগস্ট) মার্কিন ডলারের দাম ৩০ পয়সা বাড়িয়ে ৯৫ টাকা নির্ধারণ করেছে। আগে যা ছিল ৯৪ টাকা ৭০ পয়সা।

এদিকে খোলা বাজারে টাকার দরপতন হয়েছে আরও ব্যাপকভাবে। একদিনের ব্যবধানে আজ ডলারের দাম প্রায় সাড়ে ৩ টাকা বেড়েছে। আজ প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকা ৫০ পয়সা দরে। গতকালও খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়।

জানা যায়, এ নিয়ে গত তিন মাসের মধ্যে ১৯ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। এ সময়ে টাকার মান কমেছে ৮ টাকা ৫০ পয়সা। এর আগে গত ২৯ মে দেশে ডলারের এক রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু, পরবর্তীতে এই রেট উঠিয়ে দিয়ে ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরই দু-এক দিন পরপরই বাড়ছে ডলারের দাম।

এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, সোমবার ৯৫ টাকা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই দামে আজ রিজার্ভ থেকে ১৩ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই দামকে বলা হয় আন্তব্যাংক দর।

এ সম্পর্কিত আরও খবর