প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দিলেই কর রেয়াত

বাজেট, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 14:57:32

নির্দিষ্ট পরিমাণে প্রতিবন্ধী কিংবা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দিলে করদাতাকে ৫ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে।

বৃহস্পতিবার (০৯ জুন) ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল এমন প্রস্তাব দিয়েছেন।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, কোন প্রতিষ্ঠান মালিক যদি ১০ শতাংশ প্রতিবদ্ধিকে নিয়োগ দেয় তাহলে সেই মালিকের প্রদেয় করের ৫ শতাংশ রেয়াত প্রদানের প্রস্তাব করছি। যদি কোন প্রতিষ্ঠান মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের অধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নিয়োগ দেয় তবে উক্ত কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে অনুমোদনের বিধান চালু করা হয়েছে।

বর্তমান বিধান সংশোধনপুর্ক উভয়ক্সেত্রে যদি কোন প্রতিষ্ঠান ১০ শতাংশ বা ২৫ জনের অধিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয় তবে উক্ত কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ যেটি কম তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে অনুমোনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর