টেলিভিশন উৎপাদনে আরো ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ ওয়ালটনের

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 00:32:53

বিশ্বের প্রতিটি প্রান্তে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য পৌঁছে দিতে চায় ওয়ালটন। এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্বসেরা পণ্য তৈরিতে নিজস্ব কারখানায় টেলিভিশন উৎপাদনে আরো ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১১ অক্টোবর, ২০১৮) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘মিট দ্য প্লাজা ম্যানেজারস অ্যান্ড একচেঞ্জ ভিউ ২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। দিনব্যাপী ওই কনফারেন্স দেশের বিভিন্ন জোন থেকে আসা ওয়ালটনের নিজস্ব বিক্রয়কেন্দ্রের তিন শতাধিক ম্যানেজার ও ব্যবস্থাপক অংশ নেন।

বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না এবং রাইসা সিগমা হিমা।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা, এক্সিকিউটিভ ডিরেক্টর এমদাদুল হক সরকার, নজরুল ইসলাম সরকার, এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবির, মোহাম্মদ রায়হান, আশরাফুল আম্বিয়া, কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দীন, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর গোলাম মুর্শেদ, অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়ক আমিন খান।

 

এ সম্পর্কিত আরও খবর