জনতা ব্যাংকের পরিচালক হচ্ছেন জাফরউদ্দীন

ব্যাংক বীমা, অর্থনীতি

আসিফ শওকত কল্লোল, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 09:25:53

খেলাপি ঋণের কারণে আলোচিত রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের পরিচালক পদে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফরউদ্দীনকে নিয়োগ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত এ নিয়োগের বিষয়ে সায় দিয়েছেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।

এখন বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র পেলেই জনতা ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকটির পরিচালক হিসেবে জাফরউদ্দীনের নিয়োগটি পাশ করিয়ে নেওয়া হবে।

অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্র জানায়, গত বুধবার (৪ অক্টোবর) খেলাপি ঋণে আটকে থাকা জনতা ব্যাংকের দুই পরিচালককে অপসারণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

বুধবার অপসারিত দুই পরিচালক হলেন- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবদুল হক।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, জনতা ব্যাংকে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুই জনকে নিয়োগ দিয়েছিল। আবার এ বিভাগ দুই জনকে অপসারণ করে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছে। এ নিয়োগের বিষয়টি জনতা ব্যাংকের বোর্ড সভায় অনুমোদন দেওয়া হবে।

১৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে দুই পরিচালকসহ পাঁচটি পদ শূন্য হয়েছিল। একজন পরিচালক নিয়োগ হলে মোট পরিচালক হবে নয় জন।

অভিযোগ উঠেছে, ভুয়া নথি দিয়ে বিভিন্ন পক্ষের যোগসাজশে ক্রিসেন্ট গ্রুপ ও এননটেক্স নামের দুই প্রতিষ্ঠানকে সাড়ে আট হাজার কোটি টাকার ঋণ দেয় জনতা ব্যাংক। সংশ্লিষ্টরা জানিয়েছেন সম্প্রতি ক্রিসেন্ট গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের তিন হাজার ৪৪৬ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে সেগুলোর বন্ধকি সম্পত্তি বিক্রির নিলাম ডেকেছে ব্যাংকটি। আর এননটেক্সকে দেওয়া সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ঋণের একটি অংশও খেলাপিতে পরিণত হয়েছে ।

এ সম্পর্কিত আরও খবর