ঋণের সুদ হার কমিয়েছে মাত্র দু’টি বেসরকারি ব্যাংক

ব্যাংক বীমা, অর্থনীতি

আসিফ শওকত কল্লোল, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 23:18:30

ঋণের সুদ হার ৯ শতাংশে নামিয়ে আনতে সরকারের নির্দেশনা থাকলেও তা মানছে বেসরকারি ব্যাংকগুলো। দেশে অনুমোদিত ৩৮টি বেসরকারি ব্যাংকের মধ্যে সুদ হার কমিয়েছে মাত্র দু’টি ব্যাংক। ব্যাংক দু’টি হলো- ঢাকা ব্যাংক লিমিটেড ও আইএফআইসি ব্যাংক লিমিটেড। এছাড়াও টার্ম লোনের ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোতেও সুদ হারে তারতম্য লক্ষ্য করা গেছে। যার মধ্যে দি সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক ৯-১৬ শতাংশ এবং এনসিসি ব্যাংক ৯-১৮ শতাংশ হারে সুদ নিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিশেষ তদন্তে এ সব তথ্য উঠে এসেছে। চলতি মাসের শুরুতে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর সুদ হার বিষয়ে তদন্ত করে বাংলাদেশ ব্যাংকের চারটি বিভাগ। যদিও বিদেশি ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছয় মাস মেয়াদী আমানতের সুদের হার ৬ শতাংশে কমিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করেনি ১৪টি ব্যাংক এবং তিন মাস মেয়াদীতে প্রতিশ্রুতি পূরণ করেনি দু’টি ব্যাংক।

এদিকে তদন্ত প্রতিবেদন অনুযায়ী যেসব ব্যাংক সরকারি নির্দেশনা পালন করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা। তা না হলে এ ধরনের তদন্ত কোনো কাজে আসবে না বলে মনে করেন তারা।

প্রসঙ্গত, সম্প্রতি ব্যাংক ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে কমিয়ে আনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেসরকারি ব্যাংকগুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) মেয়াদী (তিন ও ছয় মাস) আমানতের সুদের হার ৬ শতাংশ এবং ঋণ সুদ হার ৯ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেয়। কিন্তু তারল্য সংকট প্রকট হওয়ার আশঙ্কায় শুধু তিন মাস মেয়াদী আমানতের সুদের হার ৬ শতাংশ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। যা ১ জুলাই থেকে কার্যকর করার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন করেনি অধিকাংশ ব্যাংক।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮টি সরকারি ব্যাংক ইতোমধ্যে ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে এনেছে। ৭টি বেসরকারি ইসলামী ব্যাংক চলতি বছরের শেষদিকে নতুন করে মুনাফার হার নির্ধারণ করবে। কারণ তারা আগাম এই হার ঘোষণা করতে পারে না।

এদিকে সুদ হার কমানোর বিষয়ে অর্থমন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন রাষ্ট্রায়াত্ত জনতা ব্যাংক। ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুছ ছালাম আজাদ এক চিঠিতে জানিয়েছেন, সরকারের নির্দেশনা পালক করতে গিয়ে ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ২ মাসে ব্যাংকটির আমানত সংগ্রহ কমেছে প্রায় ২ হাজার ৬১২ কোটি টাকা।

তিন মাস মেয়াদের ক্ষেত্রে আমানতের সুদ হার ন্যাশনাল ব্যাংকে ৬-৭ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকে ৭ শতাংশ। বাকি ব্যাংকগুলো এ হার ৬ শতাংশে নামিয়ে এনেছে।

অন্যদিকে, ছয় মাস মেয়াদের ক্ষেত্রে আমানতের সুদ হার ব্র্যাক ব্যাংকে সাড়ে ৬ শতাংশ, মার্কেন্টাইলে ৬.৭৫, সাউথ বাংলা ব্যাংকে ৭.৫, আইএফআইসিতে ৫.২৫-১১, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ৬.৫, ন্যাশনাল ব্যাংকে ৬-৮.৫, বাংলাদেশ কমার্স ব্যাংকে ৭, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৬-৭.৭৫, এনসিসি ব্যাংকে ৭, প্রিমিয়ার ব্যাংকে ৭.৫, পূবালী ব্যাংকে ৫-১২, মিডল্যান্ড ব্যাংকে ৮, এবি ব্যাংকে ৭.৫-১০.৭৫, মধুমতি ব্যাংকে ৮-৯ এবং ট্রাস্ট ব্যাংকে ৭ শতাংশ।

এছাড়া এক বছর মেয়াদী আমানতে ৩.৫-১২.৫ শতাংশ এবং এক বছরের বেশি মেয়াদী আমানতে ৪-১৩.৫ শতাংশ সুদ দিচ্ছে বেরসারি ব্যাংকগুলো। তবে আমানতের বিপরীতে সবচেয়ে কম সুদ দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক এবং সবচেয়ে বেশি সুদ দিচ্ছে পূবালী ও আইএফআইসি ব্যাংক।

প্রতিবেদনের তথ্য মতে, বর্তমানে বেসরকারি ব্যাংকগুলোর চলমান ঋণের সুদ হার অনেক বেশি। যার মধ্যে ব্যাংক এশিয়া ১১-১২ শতাংশ, ব্র্যাক ৯-১২.৫, মার্কেন্টাইল ৯-১২, সাউথ বাংলা ব্যাংক ১৪, ডাচ্-বাংলা ১০.৫-১৩.৫, ইস্টার্ন ব্যাংক ১০.৫-১১, সাউথ-ইস্ট ৯-১২, সিটি ব্যাংক ৯-১৬, মিউচ্যুয়াল ট্রাস্ট ৯-১২, ন্যাশনাল ব্যাংক ১২-১৪, যমুনা ব্যাংক ১২.৫, মেঘনা ব্যাংক ১৩.৫, বাংলাদেশ কমার্স ব্যাংক ৯-১৪, স্ট্যান্ডার্ড ব্যাংক ৯-১২.৭৫, এনসিসি ব্যাংক ৯-১৮, প্রিমিয়ার ব্যাংক ১১-১৬, ওয়ান ব্যাংক ৯-১৪.৫, পূবালী ব্যাংক ৯-১৩.৫, সীমান্ত ব্যাংক ১১-১২, মিডল্যান্ড ব্যাংক ৯.৫-১৬.৫, এবি ব্যাংক ৯-১৩.৫, মধুমতি ব্যাংক ৯.৭৫-১৬, ট্রাস্ট ব্যাংক ৯-১৪.৫, উত্তরা ব্যাংক ১০-১১ শতাংশ এবং প্রাইম ব্যাংক ৯-১৬.৫ শতাংশ হার সুদে ঋণ দিচ্ছে।

আর মেয়াদী ঋণের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক ১১-১২.৫, মার্কেন্টাইল ৯-১২, সাউথ বাংলা ব্যাংক ১৪, ডাচ্-বাংলা ৯-১৩, সাউথ-ইস্ট ৯-১২, সিটি ব্যাংক ৯-১৬, মিউচ্যুয়াল ট্রাস্ট ৯-১৪.৫, ন্যাশনাল ব্যাংক ১২, যমুনা ব্যাংক ১২-১৩, মেঘনা ব্যাংক ১৪-১৫, কমার্স ব্যাংক ৯-১৪, স্ট্যান্ডার্ড ৯-১২, এনসিসি ৯.৫-১৮, প্রিমিয়ার ৯-১৬, ওয়ান ব্যাংক ১০-১৬, পূবালী ব্যাংক ৯-১৩.৫, সীমান্ত ব্যাংক ১১.৫-১২, মিডল্যান্ড ৯-১৮, এবি ব্যাংক ১৩.৫-১৬, মধুমতি ব্যাংক ৯.৫-১২.৫, ট্রাস্ট ব্যাঙক ৯.৫ ১৩, উত্তরা ব্যাংক ১০-১১ এবং প্রাইম ব্যাংক ৯-১৭ শতাংশ হার সুদে ঋণ দিচ্ছে।

এছাড়া, সরকারি খাতের বেসিক ব্যাংক ৯ আগস্ট থেকে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ৬ সেপ্টেম্বর থেকে বেশির ভাগ ঋণের সুদ হার ৯ শতাংশে নামিয়ে এনেছে। অন্য সরকারি ব্যাংকগুলো জুলাই থেকেই ঋণের সুদ ৯ শতাংশে নামিয়ে এনেছে।

এ সম্পর্কিত আরও খবর