দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে করে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৭৪ হাজার ৮০০ টাকা। সোনার নতুন দর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৭৪ হাজার ৮০০ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৮৫৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৬২ হাজার ১১০ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ৫১ হাজার ৭৮৮ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, করোনাভাইরাস মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতনসহ নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় সোনার মূল্য কমানো হলেও বর্তমানে দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে।