বেসিক ব্যাংকের নতুন এমডির খোঁজে ‘সার্চ কমিটি’ আগামী সপ্তাহে

ব্যাংক বীমা, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 23:42:06

বেসিক ব্যাংকের নতুন এমডির খোঁজে আগামী সপ্তাহের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ।

তিনি বলেন, সার্চ কমিটি গঠন হয়ে গেলেই এমডি নিয়োগের জন্য আবেদন পত্র আহ্বান করা হবে। বর্তমান এমডি ইস্তোফা দিলেও আগামী ৩ মাস তিনি অফিস করবেন বলেও জানান তিনি।

বুধবার ( ৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, ব্যাংকটি এক সময় খারাপ অবস্থায় ছিলো। কিন্তু পরবর্তীতে আবার এটি ভালো করতে থাকে। তবে মিডলেভেলের কর্মকর্তাদের অনিহার কারণে এ ভালোর প্রবাহটা অব্যাহত রাখা যাচ্ছে না। বোর্ড আছে, বোর্ড পলিসি গ্রহণ করে কিন্তু সেসব পলিসি বাস্তবায়ন হয়না।

উল্লেখ্য, দুর্নীতি ও অনিয়মে জর্জরিত এই ব্যাংকটির এমডি মুহাম্মদ আউয়াল খান গত ১৪ আগস্ট এই পদ থেকে ইস্তাফা দেন। এরপর থেকে বেসিক ব্যাংকের এমডি পদটি খালি রয়েছে। আউয়াল খান তিন মাসের সময় দিয়ে এই পদ থেকে সরে দাঁড়ান। তার পদত্যাগপত্র গত ৩০ আগস্ট বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদে উত্থাপন করা হয়। কিন্তু পদত্যাগ পত্রটি গ্রহণ না করে বলা হয়, নতুন এমডি নিয়োগ দেয়ার স সাথে তার পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে বলে ধরে নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর