পোশাক শ্রমিকদের ঘেরাও কর্মসূচি সাময়িক প্রত্যাহার

পোশাক শিল্প, অর্থনীতি

সিনিয়র করেপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 01:59:51

নিম্নতম মজুরি বোর্ড ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলো।

বিকাল পৌনে ৬টায় নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার পর তারা সাময়িক সময়ের জন্য এই কর্মসূচি প্রত্যাহার করেন।

নিম্নতম মজুরি বোর্ডের ৫ম বৈঠক নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর। শ্রমিকদের কাছ থেকে ৫ম বৈঠক হওয়া পর্যন্ত সময় নিয়েছে সরকার ও মালিকপক্ষ।

টেক্সটাইল গার্মেস্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক তপন সাহা বার্তা২৪.কম জানান, আপাতত আমরা মজুরি বোর্ড ঘেরাও কর্মসূচি স্থগিত করেছি। ১২ সেপ্টেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদের আশ্বাস দিয়েছে বোর্ড।

আশা করছি, তারা তাদের কথা রাখবেন। আমাদের পরবর্তী কর্মসূচি ১২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

ন্যূনতম মজুরির বিষয়ে খসড়া প্রস্তাবনা ৩ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার দাবীতে দুপুর তিনটা থেকে নিম্নতম মজুরি বোর্ড ঘেরাও করে রেখেছিলো- আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলো।

** মজুরি বোর্ড ঘেরাও করেছে শ্রমিকরা

এ সম্পর্কিত আরও খবর