মুজাহিদ উদ্দীনের ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’

নোটিশ বোর্ড, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:22:32

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ফিচার লেখক এম এম মুজাহিদ উদ্দীনের ‘ভাইভা বোর্ডের মুখোমুখি’। ৩৩ জন বিসিএস ক্যাডারের বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটি রচনা ও সম্পাদনা করা হয়েছে।

‘ভাইভা বোর্ডের মুখোমুখি’ সম্পর্কে এম এম মুজাহিদ উদ্দীন বলেন, ‘৩৩জন বিসিএস ক্যাডারের অভিজ্ঞতা ছাড়াও আরো দু'টি চ্যাপ্টার রয়েছে। একটি অধ্যায় বঙ্গবন্ধুর সমগ্র জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক কথায় প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হয়েছে। অন্য একটি অধ্যায়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক, রাজনীতি, দেশের দর্শনীয় স্থানের বর্ণনা। চাকরি প্রার্থী ছাড়াও শিক্ষার্থী ও সচেতন মানুষের জানা প্রয়োজন।’

বইটি রচনায় সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম।

বইটি প্রকাশ করেছে স্টারলিং পাবলিকেশন্স। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে পারিজাত প্রকাশনীর ৩৫১-৩৫২ নং স্টলে। এছাড়া রকমারি ডটকমসহ দেশের অভিজাত লাইব্রেরি সমূহে বইটি পাওয়া যাচ্ছে।

ইতোপূর্বে এম এম মুজাহিদ উদ্দীনের আরো দু’টি বই অন্য লেখকদের সঙ্গে সহ-লেখক হিসেবে প্রকাশ পেলেও এটির তার প্রথম গ্রন্থ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেছেন। এম এম মুজাহিদ উদ্দীন নিয়মিত প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকায় ফিচার লিখেন।

এ সম্পর্কিত আরও খবর