৪১তম বিসিএস : কোন ক্যাডারে কত পদ

ফিচার, ক্যারিয়ার

ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 23:22:22

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে সাধারণ ক্যাডারে ৬৪২টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৬১৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯০৫টি পদ রয়েছে। ক্যাডার, পদের নাম ও পদসংখ্যা জেনে নিন একনজরে-

সাধারণ ক্যাডার

ক্যাডারের নাম: বিসিএস (প্ৰশাসন)
পদের নাম: সহকারী কমিশনার
পদসংখ্যা: ৩২৩টি

ক্যাডারের নাম: বিসিএস (আনসার)
পদের নাম: সহকারী পরিচালক/ সহকারী জেলা কমান্ড্যান্ট/ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক
পদসংখ্যা: ২৩টি

ক্যাডারের নাম: বিসিএস (নিরীক্ষা ও হিসাব)
পদের নাম: সহকারী মহা-হিসাব রক্ষক
পদসংখ্যা: ২৫টি

ক্যাডারের নাম: বিসিএস (সমবায়)
পদের নাম: সহকারী নিবন্ধক
পদসংখ্যা: ৮টি

ক্যাডারের নাম: বিসিএস (শুল্ক ও আবগারি)
পদের নাম: সহকারী কমিশনার
পদসংখ্যা: ২৩টি

ক্যাডারের নাম: বিসিএস (পরিবার পরিকল্পন)
পদের নাম: পরিবার পরিকল্পনা কর্মকর্তা
পদসংখ্যা: ৪টি

ক্যাডারের নাম: বিসিএস (খাদ্য)
পদের নাম: সহকারী খাদ্য নিয়ন্ত্রক বা সমমান
পদসংখ্যা: ৬টি

ক্যাডারের নাম: বিসিএস (পররাষ্ট্র)
পদের নাম: সহকারী সচিব
পদসংখ্যা: ২৫টি

ক্যাডারের নাম: বিসিএস (তথ্য)
পদের নাম: সহকারী পরিচালক/ তথ্য অফিসার/ গবেষণা কর্মকর্তা/ সমমান
পদসংখ্যা: ২২টি
পদের নাম: সহকারী পরিচালক (অনুষ্ঠান)
পদসংখ্যা: ১১টি
পদের নাম: সহকারী বার্তা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ৫টি

ক্যাডারের নাম: বিসিএস (পুলিশ)
পদের নাম: সহকারী পুলিশ সুপার
পদসংখ্যা: ১০০টি

ক্যাডারের নাম: বিসিএস (ডাক)
পদের নাম: সহকারী পোস্টমাস্টার জেনারেল/ সমমান
পদসংখ্যা: ২টি

ক্যাডারের নাম: বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
পদের নাম: সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ১টি

ক্যাডারের নাম: বিসিএস (কর)
পদের নাম: সহকারী কর কমিশনার
পদসংখ্যা: ৬০টি

ক্যাডারের নাম: বিসিএস (বাণিজ্য)
পদের নাম: সহকারী নিয়ন্ত্রক
পদসংখ্যা: ৪টি

প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডার

ক্যাডারের নাম: বিসিএস (কৃষি)
পদের নাম: কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
পদসংখ্যা: ১৮৩টি
পদের নাম: সহকারী পরিচালক/ কৃষি বিপণন কর্মকর্তা
পদসংখ্যা: ৪১টি
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদসংখ্যা: ৬টি

ক্যাডারের নাম: বিসিএস (মৎস্য)
পদের নাম: উপজেলা মৎস্য কর্মকর্তা
পদসংখ্যা: ৮টি
পদের নাম: একোয়াকালচারিস্ট
পদসংখ্যা: ১টি
পদের নাম: বায়োমেট্রিশিয়ান
পদসংখ্যা: ১টি
পদের নাম: বায়োলজিস্ট
পদসংখ্যা: ১টি
পদের নাম: ফিসারিজ টেকনোলজিস্ট
পদসংখ্যা: ২টি
পদের নাম: টেকনোলজিস্ট
পদসংখ্যা: ১টি
পদের নাম: মাইক্রোবায়োলজিস্ট
পদসংখ্যা: ১টি

ক্যাডারের নাম: বিসিএস (খাদ্য)
পদের নাম: সহকারী রক্ষণ প্রকৌশলী/সমমান
পদসংখ্যা: ২টি

ক্যাডারের নাম: বিসিএস (বন)
পদের নাম: সহকারী বন সংরক্ষক
পদসংখ্যা: ২০টি

ক্যাডারের নাম: বিসিএস (স্বাস্থ্য)
পদের নাম: সহকারী সার্জন
পদসংখ্যা: ১১০টি
পদের নাম: সহকারী ডেন্টাল সার্জন
পদসংখ্যা: ৩০টি

ক্যাডারের নাম: বিসিএস (তথ্য)
পদের নাম: সহকারী বেতার প্রকৌশলী
পদসংখ্যা: ৯টি

ক্যাডারের নাম: বিসিএস পশু সম্পদ
পদের নাম: ভেটেরিনারি সার্জন/ বৈজ্ঞানিক কর্মকর্তা/ থানা প্রাণিসম্পদ কর্মকর্তা (মেট্রো)/ প্রভাষক
পদসংখ্যা: ৫৯টি
পদের নাম: হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা/ প্রাণি উৎপাদন কর্মকর্তা/ সহকারী হাঁস-মুরগি সম্প্রসারণ কর্মকর্তা/ জু-অফিসার
পদসংখ্যা: ১৭টি

ক্যাডারের নাম: বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
পদের নাম: সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৩৬টি

ক্যাডারের নাম: বিসিএস (গণপূর্ত)
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ৩৬টি
পদের নাম: সহকারী প্রকৌশলী (ই/এম)
পদসংখ্যা: ১৫টি

ক্যাডারের নাম: বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
পদের নাম: সহকারী যন্ত্র প্রকৌশলী
পদসংখ্যা: ৪টি
পদের নাম: সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক
পদসংখ্যা: ১টি

ক্যাডারের নাম: বিসিএস (সড়ক ও জনপথ)
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ২০টি
পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ৩টি

ক্যাডারের নাম: বিসিএস (পরিসংখ্যান)
পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা
পদসংখ্যা: ১২টি

বিসিএস (সাধারণ শিক্ষা)

ক্যাডারের নাম: প্রভাষক (সরকারী সাধারণ কলেজসমূহের জন্য)
পদের নাম ও পদসংখ্যা: প্রভাষক (বাংলা) : ৫১টি
প্রভাষক (ইংরেজি) : ৬২টি
প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) : ৬০টি
প্রভাষক (দর্শন) : ৫৪টি
প্রভাষক (অর্থনীতি) : ৭৬টি
প্রভাষক (প্রাণিবিদ্যা) : ৫৭টি
প্রভাষক (ইতিহাস) : ৩৯টি
প্রভাষক (সমাজ কল্যাণ) : ২৬টি
প্রভাষক (রসায়ন) : ৫২টি
প্রভাষক (ইসলামী শিক্ষা) : ১টি
প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) : ৪৯টি
প্রভাষক (পদার্থবিদ্যা) : ৫৩টি
প্রভাষক (উদ্ভিদবিদ্যা) : ৬০টি
প্রভাষক (সমাজবিজ্ঞান) : ২৮টি
প্রভাষক (গণিত) : ৪৪টি
প্রভাষক (ভূগোল) : ১৪টি
প্রভাষক (মৃত্তিকা বিজ্ঞান) : ৪টি
প্রভাষক (হিসাববিজ্ঞান) : ৭৪টি
প্রভাষক (মার্কেটিং) : ২টি
প্রভাষক (ব্যবস্থাপনা) : ৬১টি
প্রভাষক (মনোবিজ্ঞান) : ৩টি
প্রভাষক (কৃষি বিজ্ঞান) : ৩টি
প্রভাষক (পরিসংখ্যান) : ৭ টি
প্রভাষক (গার্হস্থ্য অর্থনীতি) : ৭টি
প্রভাষক (উচ্চাঙ্গ সঙ্গীত) : ১টি
প্রভাষক (লোক সঙ্গীত) : ১টি
প্রভাষক (রবীন্দ্র সঙ্গীত) : ১টি
প্রভাষক (নজরুল সঙ্গীত) : ১টি
প্রভাষক (যন্ত্র সঙ্গীত) : ১টি

ক্যাডারের নাম: প্রভাষক (সরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য)
পদের নাম ও পদসংখ্যা: প্রভাষক (ইংরেজি) : ১টি
প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) : ২টি
প্রভাষক (শিক্ষা) : ৮টি
প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) : ২টি
প্রভাষক (চারু ও কারুকলা) : ১টি
প্রভাষক (গাইডেন্স এন্ড কাউন্সিলিং) : ১টি

তবে নতুন পদসৃষ্টি, পদোন্নতি, কর্মকর্তার অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্যান্য কারণে পদসংখ্যা বাড়তে বা কমতে পারে।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

এ সম্পর্কিত আরও খবর