ইবিতে ফুটবল খেলা নিয়ে রেফারিকে মারধর

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:38:57

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় রেফারিকে মারধর করেছেন খেলোয়াড়রা।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

খেলা চলাকালে রেফারির দেওয়া সিদ্ধান্তের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে এ মারধর করেন ইংরেজি বিভাগের খেলোয়াড়রা। এতে ওই রেফারি গুরুতর আহত হন। রবিউল ইসলাম নামের ওই রেফারির বাড়ি ঝিনাইদহ জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় ফুটবল মাঠে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল পর্ব শুরু হয়। খেলায় ইংরেজি বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলার এক পর্যায়ে পেনাল্টির সুযোগ পায় ইতিহাস বিভাগ। রেফারির এ সিদ্ধান্তে তাৎক্ষণিক মাঠে জটলা সৃষ্টি হয়। এসময় ইংরেজি বিভাগের খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে চলে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় খেলা শুরু হয়।

এরপর খেলায় ওই রেফারিকে পরিবর্তন করা হয়। পরে রেফারি রবিউল ইসলাম ক্যাম্পাস ত্যাগ করার সময় ইংরেজি বিভাগের খেলোয়াড়রা তাকে ধাওয়া দেয়। এক পর্যায়ে প্রধান ফটক এলাকায় তাকে বেধড়ক মারধর করেন তারা।

এসময় ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মিজান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শুভ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিশাতসহ বেশ কয়েকজন রেফারির ওপর চড়াও হয়। পরে রেফারিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে নিয়ে যায় শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বার্তা২৪.কমকে বলেন, ‘খেলায় যে ঘটনাটি ঘটেছে সেটি সত্যি দুঃখজনক। ক্রীড়া বিভাগে একটি আপিল কমিটি রয়েছে। এ বিষয়ে তাদের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর