শাবি প্রেসক্লাবের ১৬তম কমিটির অভিষেক

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,সিলেট | 2023-08-28 15:29:49

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ১৬তম কমিটির অভিষেক ও ১৫তম কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সিলেট প্রেসক্লাবে সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি ও ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের তৃতীয় আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি গাজিউল হক সোহাগসহ সদ্যবিদায়ী কমিটির সদস্য এবং অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর