শেষ হল বিইউ'র 'তরুণ উদ্যোক্তা পৃষ্ঠপোষক' কার্যক্রম

বিবিধ, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম ঢাকা | 2023-08-26 02:20:14

বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) তরুণ উদ্যোক্তা পৃষ্ঠপোষক কার্যক্রমের অনুষ্ঠান শেষ হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই টেক ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহার, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) জনাব কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব:), বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোক্তা পৃষ্ঠপোষক কার্যক্রমের উপদেষ্টা টিনা জাবীন, হাইটেক ভিলেজের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন বিভাগের প্রধান গণসহ ইউনিভার্সিটির শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাপনী দিনের প্রধান আকর্ষণ ছিল তরুণ উদ্যোক্তা কর্তৃক ৫০ টির অধিক প্রকল্পের উপস্থাপনা। সিলিকন ভ্যালির টেকনোলজি ল্যান্ডস্কেপ ও ইউএস মার্কেট এ্যাক্সেস এ সিইও ক্রিস বারি সকালে তরুণ উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত বুট ক্যাম্প পরিচালনা করেন। উদ্যোক্তা হিসেবে সফলতা লাভের উপায় ও কৌশল সম্পর্কে প্রধান অতিথি বুট ক্যাম্পের সকল তরুণ উদ্যোক্তাকে পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ ইউনিভার্সিটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান ও অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান কাজী জামিল আজহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিইউ ট্রাস্টি বোর্ডের সদস্য স্থপতি ইকবাল হাবিব।

এ সম্পর্কিত আরও খবর