বেরোবির প্রথম সমাবর্তন আগামী বছর

বিবিধ, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 06:31:24

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০২০ সালে অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘সেশনজট মুক্ত বিভাগ’ ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি ১২ বছরে পদার্পণ করেছে। অনেক শিক্ষার্থী পড়ালেখা শেষ করে চলে গেছেন। এখনো একটি সমাবর্তন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে আমরা প্রথম সমাবর্তন আয়োজন করব।

২০২০ সালের কত তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। একটি সমাবর্তনে অনেক প্রক্রিয়া থাকে এবং এখানে রাষ্ট্রপতি ২০২০ সালে কখন সময় দিতে পারবেন সেটার ওপর সমাবর্তনের তারিখ নির্ভর করবে।

এসময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এমদাদুল হক, সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম, শাকিবুল ইসলাম, আল মাহবুব, প্রভাষক আমিনুল ইসলাম, মেহনাজ, হাসিবুল আহসান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ও অনলাইন পত্রিকায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর