ইবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়োন্টিফোর.কম | 2023-08-22 23:53:11

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে পাশের হার শতকরা ১৯.৭৬ শতাংশ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করে ‌ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ ইউনিট সমন্বয়কারী অন্যান্য সদস্যরা।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ১৫২ জন ভর্তিচ্ছু আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯ হাজার ৬১৩ জন। এদের মধ্যে কৃতকার্য হন ৩ হাজার ৮৭৭ জন। সে হিসেবে পাশের হার ১৯.৭৬ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

 

এ সম্পর্কিত আরও খবর