আবরার হত্যা: ৫ দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 11:44:10

আবরারসহ সকল ছাত্র হত্যার দ্রুত বিচার, দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং ছাত্র সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এতে অংশ নেন ডাকসু’র ভিপি নুরুল হক, সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেনসহ বিভিন্নস্থান থেকে আসা দুই শতাধিক নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা হলগুলোতে চলে আসা দীর্ঘ দিনের নির্যাতনের চিত্র তুলে ধরে সবাইকে সচেতন এবং প্রতিবাদী হয়ে ওঠার আহ্বান জানান। তারা দাবি করেন, আন্দোলনের ভয়ে সরকার অনেক কিছু বলে কিন্তু পরে তা কার্যকরের কোনো অগ্রগতি দেখা যায় না। এজন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

শাহবাগ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজুভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

এ সময় আন্দোলনকারীরা শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না, আর কোনো আবরার হারাতে চাই না ইত্যাদি স্লোগান দেয়।

এ সম্পর্কিত আরও খবর