ঢাবি ‘খ’ ইউনিটে পাশের হার ২৩.৭২ শতাংশ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:51:40

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । এতে পাস করেছে ২৩.৭২% শতাংশ পরীক্ষার্থী । পাশের হার গত বছরের তুলনায় দ্বিগুণ বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

রোববার (১৩ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় । ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ফলাফল প্রকাশ উদ্বোধন করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়- খ ইউনিটে আসন সংখ্যা ২৩৭৮টি। পরীক্ষায় অংশ নিয়েছিল ৪২ হাজার ৫৪ জন। লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছিল (এমসিকিউ পাস) ১৮ হাজার ৫৮১। সেখান থেকে পাস করেছে ১০ হাজার ১৮৮ জন। মোট ফেল করেছে ৩২ হাজার ৭৬৬ জন।

২০১৯-২০ শিক্ষাবর্ষে মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল । বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.eis.du.ac.bd জানা যাবে। এ ছাড়া DU স্পেস KHA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করলেই ফিরতি SMS-এ শিক্ষার্থীরা তার ফলাফল জানতে পারবে।

 

এ সম্পর্কিত আরও খবর